4
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনোয়ার হোসেন জাহেদীর মৃত্যু হয়েছে (ইন্না… রাজিউন)। ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পৌরসভার শালগাড়িয়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ জানান, সকাল সাড়ে ৭টার দিকে অধ্যাপক জাহেদী নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
আরও পড়ুন: ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজ
এর আগে তিনি পাবনা মহিলা কলেজেরও উপাধ্যক্ষ ছিলেন। বহু গ্রন্থ রচনা করেছেন এই গবেষক। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভয়েস টিভি/এমএইচ