Home অর্থনীতি ভ্যাকসিনে ৩০ লাখ টাকা অনুদান দেবে এডিবি

ভ্যাকসিনে ৩০ লাখ টাকা অনুদান দেবে এডিবি

by Shohag Ferdaus
এডিবি

করোনাভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জাম কিনতে বাংলাদেশকে ৩০ লাখ ডলার অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

বাংলাদেশ এই অর্থ পাচ্ছে জাপান সরকারের আর্থিক সহায়তায় এডিবির গঠন করা ‘এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স ফান্ড’ থেকে।

২৯ সেপ্টম্বর মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যকার এই চুক্তি সই হয়। এতে স্বাক্ষর করেন ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ। এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে এই অনুদান দিতে পেরে আনন্দিত উল্লেখ করে মনমোহন পারকাশ বলেন, ‘বাংলাদেশ সরকার জনগণের জন্য যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে চাইছে, একারণেই আমাদের এই প্রচেষ্টা’।

করোনাভাইরাসের প্রকোপ আপাতত নিয়ন্ত্রিত থাকলেও এ মহামারীকে দমিয়ে পুরো মাত্রায় অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করতে জনগণকে টিকা দেয়া জরুরি বলে মন্তব্য করেছেন এডিবির কান্ট্রি ডিরেক্টর।

আরও পড়ুন: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার হচ্ছে: এডিবি

স্বাস্থ্য খাত ও অর্থনীতির ওপর করোনাভাইরাস মহামারীর বিরূপ প্রভাব কমিয়ে আনতে এবং মহামারী পরবর্তী সময়ে আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়ানের বিষয়টি দ্রুততর করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে এডিবি এমনটাই জানান মনমোহন।

করোনাভাইরাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে এ পর্যন্ত ৬০ কোটি ৩০ লাখ ডলার দিয়েছে এডিবি।

ভয়েস টিভি/আরআর/এসএফ

You may also like