Home শিক্ষাঙ্গন ‘বিশ্ববিদ্যালয় এডুকেশন সিস্টেমের পরিবর্তন প্রয়োজন’

‘বিশ্ববিদ্যালয় এডুকেশন সিস্টেমের পরিবর্তন প্রয়োজন’

by Newsroom

বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম ও এডুকেশন সিস্টেমের পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২২ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টার দিকে অনলাইন আলোচনা সভার ওয়েবনিয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্যারিকুলামে একাডেমিক বইয়ের পাশাপাশি চাকরি সম্পর্কিত বেসিক বইগুলো আনতে হবে। ট্র্যাডিশনাল পদ্ধতিতে সীমাবদ্ধ কিছু পড়াশোনার মধ্যে না থেকে পরিবর্তনশীল বাহিরের জগতের দিকে তাকাতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টেকনিক্যাল স্কিল বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। তা না হলে আমাদের শিক্ষার্থীরা চাকরি পাবে না এবং হতাশ হবে।

মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বলেন, আমাদের বাহ্যিক বা শারীরিক সুবিধা বাড়ছে। কিন্তু আমরা কোয়ালিটি সম্পন্ন গ্রাজুয়েট তৈরি করতে পারছি না। অবকাঠামোগত উন্নয়ন বাড়ছে, কিন্তু শিক্ষার গুণগত মান বাড়াতে পারছিনা। এটা আমাদের জন্যে চরম উদ্বেগের বিষয়। সুতরাং শিক্ষার গুণগত মানকে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

এসময় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্যারিকুৃলামে পরিবর্তন এনে শিক্ষার গুণগত মান বাড়াতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ওয়েবনিয়ারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মো. আব্রাহাম লিংকন, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির সভাপতি মো. মোফাজ্জেল হোসেন লাল, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি মো. আতিয়ার রহমানও ওয়েবনিয়ারে বক্তব্য দেন।

এতে সভাপতির দায়িত্বে থেকে স্বাগত বক্তব্য দেন ইবি উপাচার্য ও ওয়েবিনারের সভাপতি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

ভয়েস টিভি/এমএইচ

You may also like