Home ভিডিও সংবাদ চুয়াডাঙ্গায় গ্রাহকের কোটি টাকা নিয়ে এনজিও উধাও

চুয়াডাঙ্গায় গ্রাহকের কোটি টাকা নিয়ে এনজিও উধাও

by Newsroom
এনজিও

চুয়াডাঙ্গা: বহু গ্রাহকের সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়ে গেছে চুয়াডাঙ্গার জীবননগরের এনজিও প্রতিষ্ঠান মানব কল্যাণ সংস্থা- মাকস্। মাত্র দু’সপ্তার মধ্যে তারা হাতিয়ে নিয়েছে কোটি টাকা। এ ঘটনায় গ্রাহকরা জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রতারকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ভুক্তভোগী ও স্থানিয়রা জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষীপুর মিলপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে মাসখানেক আগে কাজ শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান ‘মানব কল্যাণ সংস্থ’। তারা যতো সঞ্চয়, তত মোটা অংকের ঋণ দেয়ার প্রলোভন দেখায় গ্রামবাসীদের। প্রতারণার জাল ছড়াতে তারা সহজ কিস্তিতে ঋণের আশ্বাসে আশপাশের গ্রামের দরিদ্র, অসহায় ৩০-৩৫ জন নারী নিয়ে সমিতিও তৈরি করে। এরপর কম সুদে দীর্ঘ মেয়াদী ঋণ দেয়ার কথা বলে গ্রাহক প্রতি হাতিয়া নেয় ১০ থেকে ১৪ হাজার টাকা। এই প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে বাঁকা, মিনাজপুরসহ ২০ গ্রামের কয়েকশ’ গ্রাহক।

জানা গেছে, গত ১৯ আগস্ট মাত্র দু’সপ্তাহে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায় ভুয়া এনজিও চক্রটি। সংস্থাটির ব্যবস্থাপকের মুঠোফোনে বারবার কল করে বন্ধ পায় প্রতারিত গ্রাহকরা।

এনজিও নিবন্ধন নীতিমালা অনুযায়ী স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো নিবন্ধনপত্র ও লিখিত অনুমতি নেয়া হয়নি জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান।

জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম ভয়েস টিভিকে জানান, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অনেকে এই প্রতারক চক্রের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন। আর প্রতারকদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

ভয়েস টিভি/টিআর

You may also like