Home সারাদেশ এনায়েত বাজার মহিলা কলেজে অগ্নিকাণ্ড

এনায়েত বাজার মহিলা কলেজে অগ্নিকাণ্ড

by Amir Shohel
এনায়েত বাজার মহিলা কলেজ

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের এনায়েত বাজার মহিলা কলেজের স্টোর রুমে অগ্নিকাণ্ডে টিনের তৈরি পাঁচটি কক্ষ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ২২ আগস্ট শনিবার সকালে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের লিডার লিটন বড়ুয়া জানান, মহিলা কলেজে টিন দিয়ে তৈরি ৫টি কক্ষের মধ্যে ৩টি স্টোর রুম হিসেবে এবং ২টিতে দারোয়ানরা থাকতেন।

তিনি বলেন, শনিবার সকালে দারোয়ানদের থাকার একটি কক্ষে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। এতে পাশাপাশি থাকা ৫টি টিনের কক্ষ পুড়ে যায়।

ফায়ার স্টেশনের এই কর্মকর্তা আরও বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও নির্বাপণ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ফায়ার সার্ভিসের ৩ জন কর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সকাল সাড়ে ১০টায় সৃষ্ট এই অগ্নিকাণ্ড প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

ভয়েসটিভি/প্রতিবেদক/এএস

You may also like