Home অপরাধ নব্য জেএমবি ‘এফজেড ফোর্সের’ ২ সদস্য আটক

নব্য জেএমবি ‘এফজেড ফোর্সের’ ২ সদস্য আটক

by Newsroom
এফজেড ফোর্সের

ঢাকা: রাজধানীর কোতয়ালী থানাধীন সদরঘাট এলাকা থেকে নব্য জেএমবির স্লিপার সেল ‘এফজেড ফোর্সের’ দুই সদস্যকে আটক কারা হয়েছে। ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন, ১ টি চাকু এবং হাতে লিখিত জঙ্গি তৎপরতার নির্দেশনা, কর্ম পরিকল্পনা সম্বলিত ডকুমেন্ট উদ্ধার করা হয়।

আটককৃত দুই জেএমবি হলেন- সাফফাত ইসলাম ওরফে আবদুল্লাহ ওরফে উইলিয়াম ওরফে আল আরসালান ওরফে মেহেমেদ চাগরি বেগ (১৮) ও ইয়াছির আরাফাত ওরফে শান্ত (২০)।

ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানায়, আটকরা নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। গত ৪ জুলাই সাফফাত ইসলাম রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে এবং ইয়াছির আরাফাত কেরানীগঞ্জের নিজ বাসা থেকে কথিত হিজরতে বের হন। তাদের প্রাথমিক টার্গেট ছিল প্রভাবশালী রাজনীতিবিদ এবং নাস্তিক সম্পদশালীদের হত্যা।

এছাড়া, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য নেটওয়ার্কিং অ্যাপস ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন।

ডিএমপির উপ-কমিশনার ওয়ালিদ হোসেন জানান, আটকৃতদের কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় গেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like