Home জাতীয় এবারো স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ মসজিদে

এবারো স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ মসজিদে

by Newsroom
ঈদের নামাজ মসজিদে

ঢাকা: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদুল আজহার নামাজ মসজিদে আদায় হবে। ১২ জুলাই রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঈদুল আজহা উদযাপন নিয়ে  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

সভায় সিদ্ধান্ত হয়েছে  ঈদের  দিন ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি ও শারিরীক দূরত্ব মেনে মসজিদে নামাজ আদায় করতে হবে। একই সঙ্গে ঈদের নামাজ শেষে কোলাকুলি করা যাবে না।

 

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/ডিএইচ

You may also like