Home বিশ্ব এবার আসবে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

এবার আসবে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

by shahin

ভয়েস ডেস্ক: ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে লণ্ডভণ্ড যখন চারদিক। ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ। পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলা ভয়াবহ ক্ষতিগ্রস্ত । ঠিক সেই সময় বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, আসছে আরেক মহাপ্রলয়ের নাম ‘নিসর্গ’। তবে কবে নাগাদ এ ঝড আসবে তা বলা হয়নি ।

বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলের ৬৪ তম ঘূর্ণিঝড় ছিল আম্ফান।

নিসর্গ নামটি বাংলাদেশের প্রস্তাবিত। এর আগে ফণী ঝড়ের নাম দিয়েছিল বাংলাদেশ। সেটিও প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়েছিল। আম্ফান নামটি দিয়েছিল থাইল্যান্ড। যার অর্থ আকাশ।

ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সঙ্গে ২০১৮ সালে তালিকায় আরও পাঁচটি দেশকে যুক্ত করা হয়েছে। ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আর ইয়েমেন। এই ১৩টি দেশ এপ্রিলে আসন্ন ঘূর্ণিঝড়ের ১৬৯টি নাম প্রস্তাব করেছে।

আ্‌ফানের পরবর্তী ঘূর্ণিঝড়গুলির নাম হবে নিসর্গ (বাংলাদেশের প্রস্তাবিত), গতি (ভারতের প্রস্তাবিত), নিভার (ইরানের প্রস্তাবিত), বুরেভি (মালদ্বীপের প্রস্তাবিত), তৌকতাই (মায়ানমারের প্রস্তাবিত নাম), ইয়াস (ওমানের প্রস্তাবিত)।

You may also like