Home বিনোদন এবার গাইলেন শ্রাবন্তী!

এবার গাইলেন শ্রাবন্তী!

by Shohag Ferdaus

শ্রাবন্তী চ্যাটার্জি; অভিনেত্রী হিসেবেই পরিচিত। টালিউডের সিনেমায় দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন তিনি। এছাড়া রাজনীতিতেও যোগ দিয়েছিলেন। তবে নির্বাচনে হেরে সেখান থেকে সরে এসেছেন এ অভিনেত্রী।

এবার শ্রাবন্তীর আরেকটি প্রতিভা প্রকাশ্যে এলো। সেটা হলো গান গাওয়া। নিজের কণ্ঠে গান গেয়েছেন শ্রাবন্তী। সঙ্গে কণ্ঠ দিয়েছেন টালিউডের নায়ক হিরণ চ্যাটার্জি। তবে অফিসিয়াল কোনো গানে নয়, মূলত ঘরোয়া আড্ডায় ভালোলাগা থেকেই গান গেয়েছেন তারা। সেটাকে ভিডিও করে শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

গানটির নাম হলো ‘ও পিয়া রে পিয়া’। এটি মূলত শ্রাবন্তী ও হিরণ অভিনীত ‘মজনু’ সিনেমার গান। গেয়েছিলেন অরিজিৎ সিং ও জুন ব্যানার্জি। ২০১৩ সালে এটি মুক্তি পেয়েছিল। রোম্যান্টিক গান হিসেবে ওই সময়ে এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ৮ বছর পর পুরনো স্মৃতিতে ফিরে গেলেন নায়ক-নায়িকা।

হিরণ-শ্রাবন্তীর আড্ডার ছলে গাওয়া এই গানের ভিডিও ধারণ করেছেন তাদেরই কোনো ফ্যামিলি ফ্রেন্ড। ভিডিওটি হিরণ তার ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এটাই চিরন্তন’। এর মাধ্যমে যেন বুঝিয়ে দিলেন, তাদের বন্ধুত্ব আগে যেমন ছিল, এখনো তেমন অটুট আছে।

শ্রাবন্তী ও হিরণ প্রথমবার জুটি বেঁধেছিলেন ২০০৮ সালের ‘ভালবাসা ভালবাসা’ সিনেমায়। এটি ওই সময়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তখন থেকেই দু’জনের মধ্যে ভালো বন্ধুত্ব। রাজনীতিতেও তারা একই দলের মানুষ।

ভয়েস টিভি/এসএফ

You may also like