Home বিশ্ব এবার চাঁদে যাবে নারী মহাকাশচারী

এবার চাঁদে যাবে নারী মহাকাশচারী

by Amir Shohel

আগামী ২০২৪ সালে চাঁদের মাটিতে প্রথম কোনো নারী মহাকাশচারীর পা পড়বে। সাথে থাকবেন আরো একজন পুরুষ মহাকাশচারী। তারা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবেন। ২১ সেপ্টেম্বর সোমবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার চিফ অ্যাডমিনিস্ট্রেটর জিম ব্রিডেনস্টাইন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছেন।

ব্রিডেনস্টাইন সোমবার জানিয়েছেন, ৫৫ বছর আগে নিল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর এডুইন (বাজ) অলড্রিনের খুব অল্প সময়ের জন্যে হেঁটে ছিলেন। কিন্তু এবার টানা ৭ দিন ধরে চাঁদের মাটিতে হাঁটাহাঁটি, নুড়ি-পাথর কুড়োনো ও নানা ধরনের গবেষণা চালাবেন দুই মহাকাশচারী। আর এবারের পদার্পণ থেকেই এক দশকের মধ্যে লাল গ্রহ মঙ্গলের বুকে মানুষের পদার্পণের জন্যে জরুরি প্রাথমিক গবেষণা ও প্রস্তুতি শুরু হবে চাঁদের মাটিতে। তারপর মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরে আসবেন দুই মহাকাশচারী।

তবে এই দুই মহাকাশচারীদের তথ্য এখনও প্রকাশ করেনি নাসা। এটা তাদের আসন্ন চন্দ্রাভিযান ‘আর্টেমিস মিশন’-এর প্রথম পর্যায়ের পরিকল্পনা।

১৯৬৯-এ প্রথম পৃথিবী থেকে চাঁদে যেতে আর্মস্ট্রংদের লেগেছিল তিন দিন। প্রযুক্তির অগ্রগতিতে এবার মাত্র আড়াই দিনেই চাঁদে পৌঁছানো যাবে।

ভায়েস টিভি/এমএইচ

You may also like