Home জাতীয় এবার বেক্সিমকোর মাধ্যমে এলো করোনার ভ্যাকসিন

এবার বেক্সিমকোর মাধ্যমে এলো করোনার ভ্যাকসিন

by Amir Shohel

এবার সরকারি অর্থায়নে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে এলো কোভিড-১৯ এর ভ্যাকসিন।

২৫ জানুয়ারি সোমবার বেলা ১১টা ২০ মিনিটে ভারতের মুম্বাই থেকে এয়ার চার্টার ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টায় আসার কথা থাকলেও এর ১০ মিনিট আগে টিকাবাহী বিমানটি শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নাজমুল হাসান পাপনসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এ চালানে ৫০ লাখ ডোজ আসার কথা রয়েছে। তবে কতগুলো ডোজ এসেছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

এর আগে, গত ২০ জানুয়ারি বাংলাদেশকে শুভেচ্ছাস্বরূপ সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ করোনার টিকার পাঠায় ভারত।

ভয়েসটিভি/এএস

You may also like