Home ধর্ম এবার সীমিত পরিসরে হজের পরিকল্পনা সৌদি আরবের

এবার সীমিত পরিসরে হজের পরিকল্পনা সৌদি আরবের

by Newsroom

ভয়েস ডেস্ক: করোনা ভাইরাসের মহামারি মোকাবিলায় এবার হজের পরিসর সীমিত করার পরিকল্পনা করছে সৌদি আরব। পরিকল্পনা অনুযায়ী, হজ পালনের জন্য প্রত্যেক দেশের নির্ধারিত কোটার ২০ শতাংশ হজে যেতে পারবেন। সোমবার সৌদি আরবের হজ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের উদৃতি দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, করোনা মোকাবিলায় এবার হজ বাতিলের জন্য চাপ দিচ্ছেন কিছু সৌদি কর্মকর্তা। তবে সরকারিভাবে এখন পর্যন্ত সীমিত সংখ্যার মুসল্লিদের হজের অনুমতি দেয়ার চিন্তাভাবনা চলছে।
এবার হজে আগ্রহীদের বাড়তি স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল অনুমতি মিলবে। তবে বয়স্কদের জন্য হজ পালনের সুযোগ থাকছে না।

এরআগে করোনা সংক্রমণ ঠেকাতে ৫ জুন হজ ও ওমরাহ পালনে মক্কায় যাওয়ার প্রবেশপথ বন্দরনগরী জেদ্দায় নতুন করে লকডাউন ঘোষণা করে সৌদি আরব। লকডাউনের পাশাপাশি বিকেল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউও চলছে। মসজিদগুলোতে নামাজ স্থগিত করা হয়েছে।

You may also like