Home জাতীয় এমপি ইসরাফিল আর নেই

এমপি ইসরাফিল আর নেই

by Newsroom

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি ইসরাফিল আলম মারা গেছেন (ইন্না…রাজিউন)। ২৭ জুলাই সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, ‘এমিপি চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা গেছেন।’

তাঁর ভাগ্নে মনোয়ার হোসেন জানিয়েছেন, সোমবার লাশ এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাবা-মায়ের কবরের পাশে তার দাফন করা হবে।

এর আগে ইসরাফিল আলম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। তবে শারীরিক অসুস্থতা বাড়ায় ৬-১২ জুলাই পর্যন্ত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন। ১৭ জুলাই তার কাশির সঙ্গে রক্ত আসে। ওইদিনে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৪ জুলাই রাত ১১টায় তাকে ভেল্টিনেশনে নেওয়া হয়।

ইসরাফিল আলম শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিতাস কর্মচারী ইউনিয়ন শ্রমিক লীগের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু। তিনি অবিভক্ত ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ সালে নওগাঁ-৬ আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর টানা তিনবার নৌকা প্রতীকে বিজয়ী হন। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য।

এছাড়া তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/ডিএইচ

You may also like