Home খেলার খবর এমবাপের গোলে পিএসজির জয়

এমবাপের গোলে পিএসজির জয়

by Newsroom

লাল কার্ড পেয়ে শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া নিমকে একের পর এক আক্রমণে ম্যাচ জুড়ে কোণঠাসা করে রাখে পিএসজি। তবে গোলরক্ষক বাতিস্ত রেনেত অসাধারণ কারিশমায় অনেকটা সময় উত্তেজনা জিইয়ে রাখলেও শেষ পর্যন্ত অবশ্য বড় জয় আটকাতে পারেনি। কিলিয়ান এমবাপের জোড়া গোলে নিমকে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল।

প্রতিপক্ষের মাঠে লিগ ওয়ানে শুক্রবার রাতে ৪-০ গোলে জিতেছে পিএসজি। তাদের অন্য দুটি গোল করেন আলেস্সান্দ্রো ফ্লোরেন্সি ও পাবলো সারাবিয়া।
ম্যাচের শুরুটা দু’দলের কারোরই ভালো হয়নি। নবম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন পিএসজির মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। পরের মিনিটে রাফিনিয়াকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নিমের ডিফেন্ডার লোইক।

৩১তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু বদলি মিডফিল্ডার আন্দের এররেরার জোরালো হেড ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। পরের মিনিটেই দারুণ এক প্রতি-আক্রমণে গোল পেয়ে যায় সফরকারীরা।

রাফিনিয়ার থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন এমবাপে। শেষ পাঁচ মিনিটে আরও তিনটি দারুণ সুযোগ পায় পিএসজি। কিন্তু গোলরক্ষক বাতিস্ত ছিলেন যেন চীনের প্রাচীর হয়ে।

আরও পড়ুন: দুই ম্যাচ নিষিদ্ধ হলেন নেইমার

শেষ দিকে ব্যবধান আরও বাড়ান এমবাপে। এই গোলেও অবদান রাখেন সারাবিয়া। সতীর্থদের দিয়ে দুই গোল করানো সারাবিয়া চতুর্থ গোলটি করে নিজের নাম লেখান স্কোরশিটে।

জাতীয় দলের ব্যস্ততা শেষের তিনদিন বাদেই এই ম্যাচ, সামনে আছে চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের ঠাসা সূচি। তাই নেইমার, আনহেল দি মারিয়াসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজন ছাড়াই একাদশ সাজান পিএসজি কোচ টুখেল। কম শক্তির দল নিয়েও অবশ্য জয় নিয়ে তেমন একটা ভাবতে হয়নি তাদের।

সাত ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like