Home বিশ্ব হুমকি-ধমকিতে মাথা নত করবে না তুরস্ক : এরদোগান

হুমকি-ধমকিতে মাথা নত করবে না তুরস্ক : এরদোগান

by Newsroom
এরদোগান

পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে হওয়া বর্তমান উত্তেজনাকে লক্ষ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, তুরস্ক বিশেষত কোনো হুমকি-ধমকি এবং কোনো অন্যায় চাপের কাছে মাথা নত করবে না, তুরস্ক তার অধিকার রক্ষায় সব করবে।

৩০ আগস্ট রোববার তুরস্কের ৯৮তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন। ১৯২২ সালের ৩০ আগস্ট গ্রীক সেনাবাহিনী ও মিত্র বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল তুরস্কের সেনাবাহিনী।
বিজয় দিবস উপলক্ষে আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানসহ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

আতাতুর্কের সমাধির মেমোরিয়াল বইয়ে তিনি লিখে এসেছেন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সমালোচনা সাফল্য আমাদের দেশের অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য আমাদের ইচ্ছাশক্তির বিজয়ের সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।

এসময় এরদোগান বলেন, আগস্ট আমাদের বিজয়ের মাস। এ মাসে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি। এ মাসে আমাদের রয়েছে গর্বের ইতিহাস। আমরা ২০২৩ সালে প্রবেশের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। যেখানে আমরা আমাদের প্রজাতন্ত্রের শততম বার্ষিকী উদযাপন করব, অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে আরও শক্তিশালী, আরও স্বচ্ছল এবং আরও সমৃদ্ধ দেশ হিসাবে।

এদিকে গ্রিসের আইওনিয়ান সাগরের পানিসীমা বাড়ানো ঘোষণায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, গ্রিস আইওনিয়ান সাগরের পানিসীমা ৬ নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে ১২ নটিক্যাল মাইল করা হলে তা দুই দেশের মধ্যে যুদ্ধ ডেকে আনতে পারে।

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে সম্প্রতি গ্রিস ও তুরস্কের সঙ্গে উত্তেজনা বেড়েছে।

গ্রিসের একটি পত্রিকায় সেদেশের প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিতসোটাকিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গ্রিস সরকার আইওনিয়ান সাগরে ইতালির মুখোমুখি আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার একটি বিল জমা দেওয়ার পরিকল্পনা করছে। ভবিষ্যতে অন্যান্য সামুদ্রিক এলাকায় গ্রিস তার আঞ্চলিক জলসীমা বাড়াবে।

পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসকে সরাসরি সমর্থন দিচ্ছে ফ্রান্স।

ভয়েস টিভি/টিআর

You may also like