Home জাতীয় এলআরএফ-এর সভাপতি মাশহুদুল, সাধারণ সম্পাদক ইয়াছিন

এলআরএফ-এর সভাপতি মাশহুদুল, সাধারণ সম্পাদক ইয়াছিন

by Newsroom
এলআরএফ

ঢাকা: আইন-আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক রিপোর্টারদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। ল রিপোর্টার্স ফোরামের ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হয়েছেন মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মাদ ইয়াছিন। সভাপতি মাশহুদুল হক এটিএন নিউজের বার্তা সম্পাদক ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়াছিন ইনডিপেনডেন্ট পত্রিকার সিনিয়র রিপোর্টার।

এছাড়া সহসভাপতি পদে দীপ্ত টিভির আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম সম্পাদক পদে জিটিভির সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে সারা বাংলা ডটনেটের আব্দুল জব্বার খান, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমসের আমিনুল ইসলাম মল্লিক, দপ্তর সম্পাদক পদে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের খাদেমুল ইসলাম।

অন্যদিকে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এনটিভি অনলাইনের মো. জাকের হোসেন, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান নির্বাচিত হন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ইলিয়াছ সরকার, নিউজ টোয়েন্টিফোরের মো. হাবিবুল ইসলাম হাবিব ও দৈনিক আমাদের নতুন সময়ের মাহমুদুল আলম।

৩০ আগস্ট রোববার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কালের কণ্ঠের স্পেশাল রিপোর্টার আশরাফ-উল আলম।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক যুগান্তরের স্পেশাল রিপোর্টার মিজান মালিক ও আমার কাগজের বার্তা সম্পাদক তোফায়েল হোসেন। নির্বাচনী কাজে কমিশনকে সহযোগিতা করেন বিদায়ী ২০১৯-২০ সেশনের সভাপতি ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরন।

ভয়েস টিভি/টিআর

You may also like