Home সারাদেশ এসআই আকবরকে পালাতে সহায়াতকারী হাসান বরখাস্ত

এসআই আকবরকে পালাতে সহায়াতকারী হাসান বরখাস্ত

by Newsroom
এসআই আকবরকে

সিলেটে রায়হান হত্যায় প্রধান আসামী এসআই আকবরকে পালাতে সহায়াতকারী অপর পুলিশ কর্মকর্তা হাসান উদ্দিন সাময়িক বরখাস্ত হয়েছেন। তিনি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন।

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২১ অক্টোবর বুধবার বিকেেলে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলায় হয় রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এস.আই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি হতে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অপরাধে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির (টু আইসি) এসআই হাসান উদ্দিনকে সাময়ীকভাবে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন- রায়হান হত্যায় তিন পুলিশের ১৬৪ ধারায় জবানবন্দি

এর আগে এ মামলায় প্রধান অভিযুক্ত এসআই আকবরকে সাময়িক বরখাস্ত করা হয়।  এঘটনায় জড়িত পুলিশ কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

১৯ অক্টোবর সোমবার দুপুর ৩টা থেকে প্রায় দুঘণ্টা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো. জিহাদুর রহমানের আদালতে জবানবন্দি দেন।

গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরে রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

এই ঘটনায় ১২ অক্টোবর সোমবার রাত আড়াইটার সময় অজ্ঞাতনামাদের আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
ভয়েস টিভি/ডিএইচ

You may also like