Home সারাদেশ অনৈতিক কর্মকাণ্ডে জড়িতের অভিযোগে এসআই ক্লোজ

অনৈতিক কর্মকাণ্ডে জড়িতের অভিযোগে এসআই ক্লোজ

by Newsroom

ফেনীতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসআই আলমগীরকে ক্লোজ করা হয়েছে। ১২ অক্টোবর সোমবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক নোটিশ তাকে ক্লোজ করে পুলিশ লাইনে দেয়া হয় বলে জানান ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন।

জানা গেছে, আরিফিন আজাদ বাদল নামে এক ব্যবসায়ী বেশকজন জনপ্রতিনিধি ও এসআই আলমগীরকে সাথে নিয়ে আরেক ব্যবসায়ী নজরুলের কাছে দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকা দাবি করে আসছিল।

একপর্যায়ে গত ১৭ জুন ব্যবসায়ী নজরুলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ব্যবসায়িক ও জমি, ফ্ল্যাটের গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে আসে।

পরে অস্ত্র ও মাদকের মামলার ভয় দেখিয়ে ১৮ জুন ভোরে এসআই আলমগীরের নেতৃত্বে ব্যবসায়ী নজরুলকে ফের বাড়ি থেকে তুলে ঢাকার কেরানীগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বসুন্ধরা আবাসিক এলাকার সাড়ে ৬ কাঠা জমি লিখে নেয় এবং ব্যবসায়ীক লাইসেন্স হস্তান্তরের অঙ্গিকার নামাসহ ৮-১০টি ব্ল্যাঙ্ক ষ্টামে সাক্ষর দিতে চাপ দেয়।

সেখানে আরো অজ্ঞাত ১৫-২০ জন উপস্থিত ছিলেন। পরে কৌশলে তিনি ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা পুলিশ হেডকোয়াটার ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে ওই ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে এসআই আলমগীর মুঠোফোনে জানায়, চুক্তি ছিলো লাইসেন্সসহ জমি লিখে নেয়া। কিন্তু ব্ল্যাংক ষ্ট্যাম্প নেয়ার যে ঘটনা ঘটেছে সেটি তিনি জানতেন না।

ওসি মেজবাহ উদ্দিন জানান, ওই ব্যবসায়ীর অভিযোগ নিয়ে জেলা পুলিশ তদন্তে নামে। ঘটনার সংশ্লিষ্টতা থাকায় এসআইকে ক্লোজ করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like