Home খেলার খবর এসি মিলান ও আর্সেনালের জয়ের রেকর্ড

এসি মিলান ও আর্সেনালের জয়ের রেকর্ড

by Newsroom

উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে জয়ের রেকর্ড ধরে রাখলো ইতালিয়ান ক্লাব এসি মিলান ও ইংলিশ জায়ান্ট আর্সেনাল। স্পার্তা প্রাগকে ৩-০ গোলে হারিয়েছে এসি মিলা।

আর আয়ারল্যান্ডের ক্লাব ডানডকের বিপক্ষে আর্সেনালের জয়ের ব্যবধানও ৩-০।অন্যদিকে একদিনের আরেকটি ম্যাচে এথেন্স এফসির বিপক্ষে ২-১ গোলে জিতেছে লেস্টার।

স্পার্তা প্যারাগু খেলতে গিয়েছিল এসি মিলানের মাঠে। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল হোস্টদের। ২৪ মিনিটেই লিড নিয়েছে মিলান। স্পার্তার জালে বল পাঠিয়েছেন ব্রাহিম দিয়াজ। এটাই ফাস্ট হাফের একমাত্র গোল। ম্যাচের দ্বিতীয় গোল হয়েছে ৫৭ মিনিটে। লিড ডাবল করেছেন রাফায়েল লেয়াও। কিছুক্ষণ বাদে গোল হয়েছে আরও একটা। এবার প্রতিপক্ষের বল জড়ান দিয়াগো দালত।

অন্যদিকে এমিরেটসে আর্সেনাল মুখোমুখি হয় আইরিশ ক্লাব ডানডকের। নিজেদের সবশেষ ম্যাচের একাদশে ১০টি পরিবর্তন এনে দল মাঠে নামান গানার কোচ মিকেল আর্টেটা। গানারদের ত্রাতা হয়ে আসেন ইংলিশ স্ট্রাইকার এডি এনকেতিয়া। ৪২ মিনিটে ক্লাবের হয়ে করেন প্রথম গোল। এর দুই মিনিট পরেই আবারো লিড স্বাগতিক আর্সেনালের। এবার গোলদাতা জো উইলক। বিরতি থেকে ফিরেই নিকোলাস পেপে ব্যবধান করেন ৩-০। ফলে সহজ জয়ে নক আউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেলো আর্সেনাল।

ইউরোপা লিগের আরেক ম্যাচে বেলজিয়ামের ক্লাব আন্টরাপ এফসির বিপক্ষে খেলতে গিয়েছিল ইংলিশ টটেনহ্যাম হটসপার। পুরো ম্যাচে হোস্টদের বিপক্ষে দাপট নিয়েই খেলেছে হোসে মরিনিওর ছেলেরা। কিন্তু ২৯ মিনিটে স্পার্সের জালে বল জড়িয়ে দেন আন্টরাপের রেফায়েলভ। এই একটা গোলেই শেষ হয়েছে ম্যাচ। চেষ্টা করেও আর কামব্যাক করতে পারেনি ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটসপার।

১৮ মিনিটে এথেন্সের বক্সে ফাউলের শিকার হন লেস্টারা স্ট্রাইকার জেমি ভার্ডি। পেনাল্টি পেয়ে গোলটাও করেছেন ঐ ভার্ডি। ৩৯ মিনিটে লিড হয়েছে ডাবল। লেস্টারের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী।

৪৮ মিনিটে হোস্ট এথেন্স করেছে একটা গোল। হারের ব্যবধান কমিয়েছেন তানকোভিচ।

ভয়েস টিভি/টিআর

You may also like