নড়াইলে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে বিপিএলের আদলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে এস এম সুলতান একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ।
১২ জানুয়ারি মঙ্গলবার নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণীতে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এ সময় মাঠে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, সিআইডির উপ মহাপরিদর্শক (ডিআইজি) শেখ নাজমুল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়য়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
গত ৩০ ডিসেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়। এর আগের দিন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ভয়েস টিভি/এসএফ