Home সারাদেশ ফরিদপুরে নৌকার প্রার্থীর জনসভায় এ কে আজাদ

ফরিদপুরে নৌকার প্রার্থীর জনসভায় এ কে আজাদ

by Shohag Ferdaus
জনসভায়

আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী অমিতাভ বোসের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এ কে আজাদ ।

৪ ডিসেম্বর শুক্রবার রাতে শহরের সরকারি বৈরাগী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ কে আজাদ। পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি লিয়াকত হোসেন কামালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অমিতাভ বোস, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, শামীম হক, শহিদুল ইসলাম নিরু, শাহ আলম মুকুল, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুলসহ জেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ বলেন, সারাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের ধারা চলামান রয়েছে, সেটাকে সমুন্নত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোসকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। ফরিদপুর পৌরসভার উন্নয়ন নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে অমিতাভ বোসকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like