Home রাজনীতি এ মাসেই প্রতিদিন ১০ হাজারের বেশি করোনা পরীক্ষা করা যাবে

এ মাসেই প্রতিদিন ১০ হাজারের বেশি করোনা পরীক্ষা করা যাবে

by Newsroom


ভয়েস রিপোর্ট: এ মাসেই প্রতিদিন ১০ হাজারের বেশি করোনা পরীক্ষা করা যাবে । এমন দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার মতে, করোনা ভাইরাসের রেড জোন ঢাকা ও এর আশপাশের এলাকা। আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজের করোনা ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এদিকে, এরইমধ্যে বাংলাদেশে ২০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৩১৬ জন। গেল দু’সপ্তাহেই আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি। করোনা আক্রান্তদের চিকিৎসা সেবার পরিধি বাড়াতে ধানমণ্ডির এই হাসপাতালে করোনা ইউনিট করা হয়েছে ২০০ বেডের। আলাদা ভবনে করোনা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের ৫৫ টি জেলায় আক্রান্তের হার সবচেয়ে কম। তবে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

তিনি বলেন, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়বে এ মাসের মধ্যেই। কিট এবং ল্যাবের সক্ষমতা বাড়লে দৈনিক ১০ হাজার পরীক্ষা করা যাবে। তার দাবি সম্পূর্ণ সামাজিক দুরত্ব মেনেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর  লকডাউনের বিষয়ে শুধু পরামর্শ দেয়া ছাড়া কিছুই করার নেই বলে জানা স্বাস্থ্য মন্ত্রী।

You may also like