Home বিশ্ব নভেম্বর থেকে সবার জন্যে ওমরাহ পালনে খুলছে কাবা

নভেম্বর থেকে সবার জন্যে ওমরাহ পালনে খুলছে কাবা

by Newsroom
সীমিত আকারে

করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর তৃতীয় ধাপে এবার সবার জন্য ওমরাহ পালনে পবিত্র কাবা শরিফ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এর আগে ঘোষণা অনুযায়ী ৪ অক্টোবর থেকে প্রথম ধাপে ওমরাহর কার্যক্রম শুরু হয়। ১৮ অক্টোবর থেকে চলছে দ্বিতীয় ধাপের ওমরাহ।

আগামী ১ নভেম্বর থেকে তৃতীয় ধাপে বিদেশি উমরাহ পালনকারীদের গ্রহণ করতে প্রস্তুত রয়েছে সৌদি আরবের অনুমোদিত ৫৩১ ওমরা কোম্পানি।

বিদেশি  যাত্রীদের জন্য এরইমধ্যে একটি গাইডলাইনও প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। হাজিদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পাশাপাশি করোনভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

উমরা পালনকারীদের সুবিধার্থে উল্লেখিত বিষয়গুলো উমরা কোম্পানির সদস্যদের সরাসরি তদারকির মাধ্যমে তা সম্পাদনে ৫৩১ উমরা সংস্থার সদস্যরা প্রশিক্ষণ গ্রহণপূর্বক প্রস্তুত রয়েছে।

বিদেশি উমরা পালনকারীদের জন্য উমরাহ সম্পাদনের সেবা পেতে ৩২টি সাইট ও প্লাটফর্মের পাশাপাশি প্রস্তুত রয়েছে মক্কা ও মদিনায় ১ হাজার ২০০ আবাসিক হোটেল। এসব হোটেলের পবিত্র নগরী মক্কায় ২ লাখ ৭০ হাজার কক্ষ ও মদিনায় ৭৫ হাজার কক্ষ।

বাংলাদেশসহ সকল মুসলিম দেশের জন্যে সুযোগ করে দেয়া হয়,অবশ্যই তাদের বয়স ১৮ থেকে ৫০ বছর হতে হবে। সৌদি যাওয়ার ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করতে হবে। সৌদি আরবে মক্কাতুল মোকাররমা ও মসজিদ নববী কে নামাজ পড়ার জন্য দুইটি ওয়েবসাইট প্রস্তুত করা হয়েছে যা হলো তাওয়াক্কালনা ও ইতমারনা।

এখান থেকে অনুমতি নিতে হবে। খাবারসহ হোটেল বুকিং করতে হবে। সৌদি আরবে এসে তিন দিন হোটেলে অবস্থান করতে হবে। হোটেলে বসেই খাবার গ্রহণ করতে হবে। ভ্রমণের ২৪ ঘন্টা আগে সমস্ত তথ্য ওয়েবসাইটে জমা দিতে হবে। টিকিট নাম্বারসহ ফ্ল্যাইট নাম্বারসহ প্রতি গ্রুপে ৫০ জন ও একজন মোয়াল্লেম থাকতে হবে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like