Home সারাদেশ একযোগে কুষ্টিয়ার তিন থানায় ওসি রদবদল

একযোগে কুষ্টিয়ার তিন থানায় ওসি রদবদল

by Newsroom
ওসি রদবদল

কুষ্টিয়া জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে দুটি থানায় রদবদল ও একটি থানায় নতুন ওসি দেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাতে তাদের পরিবর্তন করা হয়। ১৩ সেপ্টেম্বর রোববার সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার কার্যালয় থেকে সূত্র জানায়, গত ২৬ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দৌলতপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান মারা যান। এরপর থেকে সেখানে পদ খালি হয়। পরে গতকাল রাতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলামকে দৌলতপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

আর কুষ্টিয়া সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফাকে খোকসা থানায় বদলি করা হয়। এছাড়া পিরোজপুর জেলার সরূপকাঠি থানার ওসি কামরুজ্জামান তালুকদারকে কুষ্টিয়া সদর মডেল থানার ওসি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, তিনি খোকসাতে বদলি হয়েছেন। নতুন ওসি এখনও আসেননি। তিনি যোগদান করে দায়িত্ব বুঝে নেবার পর খোকসাতে চলে যাবেন।

ভয়েস টিভি/টিআর

You may also like