Home সারাদেশ করোনা সচেতনতায় সাতক্ষীরায় ওয়াচ টাওয়ার

করোনা সচেতনতায় সাতক্ষীরায় ওয়াচ টাওয়ার

by Shohag Ferdaus
টাওয়ার

করোনা সচেতনতায় জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে ওয়াচ টাওয়ার ও প্রচার মঞ্চ স্থাপন করা হয়েছে।

৭ এপ্রিল বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ ওয়াচ টাওয়ার ও প্রচার মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল শহরবাসীর উদ্দেশ্যে বলন, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন, মাস্ক পরিধান সবার জন্য বাধ্যতামূলক। ইজিবাইক ও ছোট যানবাহনে চলাচলকালে গাদাগাদি না করে সরকারের নির্দেশনা মেনে চলুন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হকসহ আরও অনেকে।

ভয়েস টিভি/এসএফ

You may also like