Home জাতীয় রাজধানীর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ভবনে আগুন

রাজধানীর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ভবনে আগুন

by Newsroom
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি

রাজধানীর গ্রিন রোডে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে ছয় তলা বিশিষ্ট ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে।  খবর  পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। তাদের চেষ্টায় ১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি বলেও জানান তিনি।

ভয়েস টিভি/টিআর

You may also like