নিজের সরকারি বাসভবনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম এখন অনেকটাই শঙ্কামুক্ত।
অবশ হয়ে থাকা তার ডান হাত এখন নাড়াচাড়া করছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ফিজিওথেরাপি দিলে এ অবস্থা আরও স্বাভাবিক হতে পারে।
১২ সেপ্টেম্বর শনিবার সকালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইউএনও’র চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক মো. জাহেদ হোসেন।
অধ্যাপক মো. জাহেদ হোসেন বলেন, ইউএনও ওয়াহিদা খানমের মাথায় অস্ত্রোপাচারস্থলের সেলাই কাটা হয়েছে আজ। তিনি এখন আশঙ্কামুক্ত। তিনি এখন তরল খাবারের পরিবর্তে শক্ত খাবার খেতে পারছেন।
এর আগে ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচারস্থল মুখ ও কপালের সেলাই কাটা হয়েছে বলে জানান তিনি।
গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাটের ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে প্রথমে রংপুরের একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। পরদিন দুপুরে তাকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। ওই দিন রাতেই জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ভয়েস টিভি/টিআর