Home খেলার খবর পেশাদার কোচ হচ্ছেন ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি

পেশাদার কোচ হচ্ছেন ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি

by Imtiaz Ahmed

খেলাধুলার পাট পুরোপুরি চুকিয়ে কোচ হওয়ার পথ ধরেছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি। ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল ডার্বি কাউন্টি ইংল্যাণ্ড এর সাবেক এই তারকাকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

সাধারণত কোনো মৌসুম অথবা টুর্নামেন্ট শেষে অবসরের সিদ্ধান্ত নিয়ে থাকেন খেলোয়াড়েরা। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক  কিংবদন্তি এই ফুটবলারের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে।

মৌসুমের মাঝপথেই ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন রুনি। কোচ হিসেবে শুরু করলেন নতুন অধ্যায়।

বিবিসির খবর অনুযায়ী, গতকাল শুক্রবার নিজের খেলোয়াড়ি জীবন থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন রুনি। এরপর জানিয়েছেন ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব ডার্বি কাউন্টির স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের খবর। ক্লাবটিতে আড়াই বছরের চুক্তিতে কোচ হলেন তিনি। রটারহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের স্থায়ী কোচিং ক্যারিয়ার শুরু করবেন সাবেক এই তারকা।

ভয়েস টিভি / আইএ

You may also like