Home প্রযুক্তি ওয়েব সামিট সম্মেলন হবে অনলাইনে

ওয়েব সামিট সম্মেলন হবে অনলাইনে

by Newsroom

ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট’ অনলাইনে অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মহামারীর কারণে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে আয়োজকরা।

এক বিবৃতিতে সম্মেলনটির প্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রেভ বলেন, লিসবন এখনও ওয়েব সামিটের ঘর। কিন্তু কোভিড-১৯ মহামারীর পুরো ইউরোপজুড়ে। আমরা পর্তুগালের জন মানুষের জন্য এবং আমাদের অংশগ্রহণকারীদের জন্য কোনটা ভালো হবে, তা নিয়ে চিন্তা করেছি।

যদিও এর আগে গত জুন মাসে আয়োজকরা পূর্ব পরিকল্পনা অনুসারে লিসবনেই সম্মেলন করার কথা বলেছিলেন। এ ব্যাপারে পর্তুগীজ সরকার ও লিসবনের মেয়রের সঙ্গে কথাও হয় আয়োজকদের।

প্রতি বছর প্রায় ৭০ হাজার অংশগ্রহণকারী সম্মেলনটিতে অংশ নেন। বিশ্বের নেতৃত্বাধীন প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্টআপের ব্যক্তিবর্গরা এতে বক্তব্য রাখেন, অংশ নেন রাজনীতিবিদরাও।

বিদেশি এক গণমাধ্যম জানিয়েছে, অনলাইনে হওয়ার কারণে এ বছর এক লাখ অংশগ্রহণকারী অংশ নিতে পারবেন ওয়েব সামিটে। আয়োজকরা বলছেন, বাড়তি আরও আটশ বক্তা অংশ নেবেন এবার।

এর মধ্যে ভিডিও কনফারেন্সিং সেবাদাতা ‘জুম’ এর প্রধান নির্বাহী এরিক ইউয়ান এবং ক্যাপ্টেন আমেরিকা খ্যাত হলিউড তারকা ক্রিস ইভানসও থাকবেন। পুরো আয়োজনটিই ওয়েব সামিটের নিজস্ব অনলাইন কনফারেন্স প্ল্যাটফর্মে আয়োজিত হবে।

পর্তুগালে বর্তমানে করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা ৮১ হাজার ২৫৬, এবং মৃতের সংখ্যা দুই হাজার ৪০ জন। হিসেবে পার্শ্ববর্তী দেশ স্পেনের তুলনায় অনেক কম আক্রান্ত হয়েছে দেশটি। পর্তুগালে অবশ্য গ্রীষ্মকালের পর থেকে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে দেখা গেছে।

কসগ্রেভ বলেছেন, সবচেয়ে নিরাপদ ও গ্রহণযোগ্য উত্তরটি হচ্ছে ২০২০ সালে ওয়েব সামিট অনলাইনে আয়োজন করা। আমরা ২০২১ সালে লিসবনে অংশগ্রহণকারীদের স্বাগতম জানানোর অপেক্ষায় থাকবো।

ভয়েস টিভি/এমএইচ

You may also like