Home খেলার খবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে হাসানের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে হাসানের

by Newsroom

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩০ জানুয়ারি শনিবার সাদা পোশাকে ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্যারিবীয়দের বিপক্ষেই ওয়ানডেতে অভিষিক্ত ফাস্ট বোলার হাসান মাহমুদ।

ইনজুরি শঙ্কা কাটিয়ে লাল বলের ক্রিকেটে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলি রাব্বিকেও রাখা হয়েছে এই দলে। ফিরেছেন পেসার তাসকিনও।

এর আগে ঘোষণা করা ২০ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান ও পেসার খালেদ আহমেদ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায় ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ওয়েস্ট ইন্ডিজের

সর্বশেষ টাইগাররা টেস্ট খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের ফেব্রুয়ারিতে। সেই ম্যাচের ১৬ জনের স্কোয়াড থেকে বাদ পড়েননি কেউ। সঙ্গে যোগ হয়েছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। নিষেধাজ্ঞার কারণে সেসময় মাঠের বাইরে ছিলেন সাকিব। আর সাদমান বাইরে ছিলেন কবজির চোট নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত টেস্টে হাসান ও রাব্বি দলে থাকলেও অভিষেক হয়নি তাদের।

বাংলাদেশের টেস্ট দল:
মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, সাইফ হাসান, আবু জায়েদ, হাসান মাহমুদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like