Home সারাদেশ কংস নদের ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

কংস নদের ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

by Newsroom

নেত্রকোনার বারহাট্টা উপজেলার কংস নদের ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার দুপুরে বারই তাতিয়র এলাকায় নদটির পাড়ে এ কর্মসূচি পালন করে স্থানীয়রা।

এতে বক্তব্য দেন, হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মো. একদিল আলী, শিক্ষক স্বপন সরকার, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, আবদুল কুদ্দুছ, ইউপি সাবেক সদস্য মো. হুমায়ুন কবির প্রমুখ।

ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, গত দুই যুগে রায়পুর ইউনিয়নের কর্ণপুর, ফকিরের বাজার, বারই তাতিয়র, রায়পুর ও পাইকপাড়া গ্রামের অন্তত দুই সহস্রাধিক ঘরবাড়ি, স্থাপনা, কবরস্থান, শশ্মান, শতাধিক হেক্টর ফসলি জমি, বন-জঙ্গলসহ সবকিছু কংস নদে বিলীন হয়ে গেছে।

বসতভিটা ও আবাদি জমি হারিয়ে পাঁচ শতাধিক লোক মানবেতর জীবন যাপন করছেন। এ বছর বর্ষার শুরু থেকে আবারও ভাঙন দেখা দেয়। ভাঙন ঠেকাতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামী বছরের মধ্যে আরো দুই শতাধিক বসতভিটা, কয়েকশ একর কৃষিজমি নদে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like