Home সারাদেশ দাগনভূঞায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণে, আহত ৩

দাগনভূঞায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণে, আহত ৩

by Newsroom

ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওর্য়াড়ের গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে তিনজন আহত হয়।

১৬ জানুয়ারি শনিবার সকালে ভোট চলাকালে এ ঘটনা ঘটেছে। এতে পুলিশ, আনসার ও সতন্ত্র কাউন্সিলর প্রার্থীর এক সমর্থক আহত হয়।

এসময় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কাউন্সিলর প্রার্থীরা সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে মারধর করে বাড়িঘরে আটক রাখার অভিযোগ করেন। তারা বলেন, রাতে বহিরাগত সন্ত্রাসীরা বাড়িঘরে হামলা করে বোমা বিস্ফোরণ করে আতংক ছড়াচ্ছে।

এ ককটেল হামলার ঘটনায় কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যা সদস্যরাও সেখানে অবস্থান করছে।

দাগনভূঞা পৌরসভায় ২৫ হাজার ৭২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৬৬ জন ও নারী ভোটার ১২ হাজার ৫০৬ জন।

নির্বাচনে ১৩টি কেন্দ্রে ১৩ জন প্রিজাইডিং অফিসার ও ৭৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন।

মাঠে রয়েছে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী ওমর ফারুক খান, বিএনপি সমর্থিত প্রার্থী কাজী সাইফুল রহমান স্বপন, জাতীয় পার্টির বিনোদ বিহারী ভৌমিক ও স্বতন্ত্র প্রার্থী তারেক আজিজ খানসহ ৪ মেয়র প্রার্থী। ইতিমধ্যে 3নারি ও 4পুরুষ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like