Home সারাদেশ কক্সবাজারের নতুন এসপি করোনায় আক্রান্ত

কক্সবাজারের নতুন এসপি করোনায় আক্রান্ত

by Shohag Ferdaus
নতুন এসপি

যোগদানের ১০ দিনের মাথায় কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৩ অক্টোবর শনিবার সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে ২ অক্টোবর শুক্রবার তিনি কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির।

পুলিশ সুপার বর্তমানে হোম আইসোলেশনে আছেন। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: কক্সবাজারের আলোচিত এসপিকে বদলি

সিনহা নিহতের ঘটনায় সমালোচনার মধ্যে কক্সবাজারের আগের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে গত ১৬ সেপ্টেম্বর রাজশাহীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। তার জায়গায় যোগদান করেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি গত ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের এসপির দায়িত্ব গ্রহণ করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like