Home সারাদেশ কক্সবাজার সৈকতে বর্জ্যের সঙ্গে ভেসে আসছে মৃত প্রাণী

কক্সবাজার সৈকতে বর্জ্যের সঙ্গে ভেসে আসছে মৃত প্রাণী

by Newsroom

কক্সবাজার : কক্সবাজার সৈকতে সমুদ্র থেকে ভেসে আসছে বিভিন্ন বর্জ্য ও মরা প্রাণী। এসব বর্জ্যের মধ্যে রয়েছে প্লাস্টিক, ছেঁড়া জাল ও দড়িসহ বিভিন্ন ধরনের আবর্জনা। তবে এগুলো ভেসে আসার সঠিক কারণ এখনো জানা যায়নি।

১১ জুলাই শনিবার রাত থেকে কক্সবাজার সমুদ্র উপকূলে গিয়ে দেখা যায় দড়িয়া নগর, হিমছড়ি, লাবনি ও কলাতলী পয়েন্টসহ ১০ কিলোমিটার এলাকা জুড়ে এসব বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। জালে পেঁচানো সামুদ্রিক কাছিমও রয়েছে। এরমধ্যে কমপক্ষে ২০টি কাছিম মারা গেছে।

কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ.ন.ম. মোয়াজ্জেম বলেন, ‘বিদেশি কোনো জাহাজ থেকে বর্জ্যগুলো ফেলা হতে পারে।’

এদিকে, বর্জ্য ভেসে আসার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

ভয়েস টিভি/কক্সবাজার প্রতিনিধি/সাম্মা/দেলোয়ার

You may also like