Home সারাদেশ ময়মনসিংহে কঙ্কাল পাচারকারী বাপ্পী কারাগারে

ময়মনসিংহে কঙ্কাল পাচারকারী বাপ্পী কারাগারে

by Newsroom
কঙ্কাল পাচারকারী

ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধারের ঘটনায় কঙ্কাল পাচারকারী চক্রের দুই সদস্যকে আসামী করে মামলা করেছে পুলিশ। ১৫ নভেম্বর রোববার রাতে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম বাদী হয়ে বাপ্পী ও শাকিলকে আসামী করে মামলা দায়ের করেন।

এছাড়াও মামলায় ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ মামলায় আটক বাপ্পীকে গ্রেফতার দেখানো হয়েছে।

আসামীরা হলেন, গ্রেফতারকৃত বাপ্পী নগরীর কালিবাড়ি কবরস্থান এলাকার আবুল হোসনের ছেলে। অপরজন নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকার বাসিন্দা শাকিল।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানা পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার বলেন, সোমবার বিকেলে গ্রেফতার কঙ্কাল পাচারকারী বাপ্পীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক আগামী ১৯ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বাপ্পীকে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, কঙ্কাল পাচারকারী গ্রেফতারকৃত বাপ্পী ছাড়াও অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দীর্ঘদিন ধরে একটি চক্রের সঙ্গে জড়িত থেকে বাপ্পী মানব কঙ্কাল দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি ও দেশের বাইরে পাচার করতেন।

শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের আর কে মিশন রোড এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে চালিয়ে ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়।

এ সময় বাপ্পী নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like