Home লাইফস্টাইল সঙ্গীকে যেসব কথা ভুলেও বলবেন না

সঙ্গীকে যেসব কথা ভুলেও বলবেন না

by Newsroom
কথা

সঙ্গীকে যেসব ধরনের কথা শেয়ার করাটাই স্বাভাবিক। কিন্তু কথা বলতে গিয়ে এমন অনেক কথা হয়তো বলে ফেলি, যা সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে। তাই সব কথা বলার আগে নিজেকে কিছুটা হলেও সংযত রাখা উচিত। এ বিষয়ে রইল কিছু পরামর্শ

সাবেক বিষয়ে কথা নয় :

ইতিবাচক হোক অথবা নেতিবাচক, আগের সম্পর্ক নিয়ে সঙ্গীর সঙ্গে কথা বলা অনুচিত। হয়তো হুট করে সাবেককে অপছন্দের কথা বলে ফেলেছেন। সাবেককে মনে রেখেছেন এটা ভেবে সঙ্গীর বিষয়টি অপছন্দ হতে পারে।

মাত্রাতিরিক্ত প্রশংসা নয় :

প্রশংসা করা ভালো, তবে খেয়াল রাখবেন সেটা যেন মাত্রাতিরিক্ত না হয়ে যায়। বিশেষ করে সঙ্গীর বন্ধু বা বান্ধবীকে নিয়ে। তিনি ভাবতে পারেন আপনি তার প্রতি হয়তো আকৃষ্ট হয়ে যাচ্ছেন।

উৎসাহিত করা :

সঙ্গীর ওজন কমে বা বেড়ে গেলে সরাসরি কখনোই বলা উচিত নয়। এতে তিনি মনে কষ্ট পাবেন। বরং তাকে পরিশ্রম করতে, ব্যায়াম করতে উৎসাহিত করুন।

মনে আঘাত না দেওয়া :

হয়তো আপনার সঙ্গী অপ্রয়োজনে অনেক কথা বলে। এতে আপনি বিরক্ত হতে পারেন। তাই বলে তাকে জোর আওয়াজে চুপ করতে বলা উচিত নয়। বরং অন্যভাবে কথাটা বলতে পারেন যেন সে মনে আঘাত না পায়।

ভালোবাসার উপলব্ধি :

ভালোবাসা উপলব্ধির ব্যাপার। যদি উপলব্ধি করেই থাকেন সঙ্গী আপনাকে অনেক ভালোবাসে তাহলে লোক দেখানোর জন্য সেটা প্রমাণ করতে বলা অনুচিত।

তুলনা না করা :

কখনো তার বন্ধু বা বান্ধবীর সঙ্গে নিজেকে তুলনা করবেন না। কখনো এটা বলা উচিত না যেকোনো একজনকে বেছে নিতে। বিষয়গুলো খুব ছোট হলেও এগুলো সম্পর্কের ক্ষেত্রে প্রভাব রাখতে সাহায্য করে। অনেক সময় সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়। খারাপ হয়ে যায় মধুর সম্পর্ক।

আরও পড়ুন : ভালোবাসা দিবসে সঙ্গীকে যে উপহার দেবেন

You may also like