Home সারাদেশ চট্টগ্রামে শ্রমিকদের ধর্মঘট, কন্টেইনার পরিবহন বন্ধ

চট্টগ্রামে শ্রমিকদের ধর্মঘট, কন্টেইনার পরিবহন বন্ধ

by Newsroom
কন্টেইনার পরিবহন

পাঁচ দফা দাবিতে সকাল থেকে চলছে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি। কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর ও নগরীতে সব ধরনের কন্টেইনার পরিবহন বন্ধ রয়েছে।

১২ সেপ্টেম্বর শনিবার ভোর ৬টা থেকে চট্টগ্রাম নগরীর সল্টগোলা এলাকায় কর্মবিরতি কর্মসূচি পালন করছে প্রাইম মুভার ট্রেইলারের ইউনিয়ন।

চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকী বলেন, আমরা পাঁচ দফা দাবিতে কমবিরতি করছি। আমাদের দাবি মেনে নিলে আমরা কমবিরতি তুলে নিবো। তবে সবকিছু লিখিতভাবে আমাদেরকে দিতে হবে।

কর্মসূচিতে পাঁচ দফা দাবিগুলো হলো- শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়ন, বিএসআরএম কর্তৃক বেআইনিভাবে কর্তনকৃত টাকা ফেরত প্রদান করা, কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কাজ থেকে বিরত রাখা এবং বিএসআরএম কর্তৃক পূর্বে ছাঁটাইকৃত ২৩ জন প্রাইম মুভার ট্রেইলার ড্রাইভারকে চাকরিতে পুনর্বহাল করা।

বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপোর কর্মকর্তারা জানান, প্রাইম মুভার চলাচল বন্ধ থাকায় সকাল থেকে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারি বন্ধ হয়ে পড়েছে। তেমনি জাহাজিকরণের জন্য বন্দরে রফতানি পণ্যের কন্টেইনারও অফডক থেকে বন্দরে পাঠানো যাচ্ছে না।

ভয়েস টিভি/টিআর

You may also like