Home সারাদেশ কবুতর পালনে স্বাবলম্বী তরুণ খামারী রাজীব

কবুতর পালনে স্বাবলম্বী তরুণ খামারী রাজীব

by Newsroom
কবুতর পালনে

টাঙ্গাইল: দেশি-বিদেশি কবুতরের খামার করে সফলতার মুখ দেখছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খামারী রাজীব। বর্তমানে খামার থেকে তার মাসিক আয় ২০ থেকে ২৫ হাজার টাকা। তার এ সফলতায় উৎসাহিত হয়ে কবুতরের খামার শুরু করেছেন অনেকেই। এতে আত্মকর্মসংস্থান তৈরির মাধ্যমে বেকারত্ব দূর করছে অনেক বেকার যুবক।

তরুন খামারী রাজীবের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি গ্রামে।

তিনি জানান, প্রায় দশ বছর আগে দেশী কবুতর দিয়ে শুরু করেন। পরে পাঁচ জোড়া বিদেশী কবুতর কিনেন তিনি। বর্তমানে তার খামারে দেশি-বিদেশী ৩০ প্রজাতির ১৫০ জোড়া কবুতর রয়েছে। শখের বশে কবুতর পালন শুরু করলেও এখন তা পরিণত হয়েছে বৃহৎ খামারে। বর্তমানে খামার থেকে তার মাসিক আয় ২০ থেকে ২৫ হাজার টাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার খামারের কবুতর টাঙ্গাইলসহ দেশের বিভিন্নস্থানে বিক্রি করে থাকেন বলেও জানা গেছে।

রাজিবের সফলতা দেখে এ কাজে আগ্রহী হয়েছেন এলাকার অনেক বেকার যুবকরা।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নান বলেন, রাজিবের মতো অন্য বেকার তরুনরাও যদি কবুতর খামারে দিকে এগিয়ে আসলে তাহলে সমাজে বেকারত্ব সমস্যা কিছুটা হলেও কমবে। কারণ স্বল্প পুঁজিতে কবুতর পালন লাভজনক ব্যবসা।

সরকারি-বেসরকারি সহায়তার মাধ্যমে কবুতরের বাজার সম্প্রসারণ ও বেকার সমস্যা নিরসণ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভয়েসটিভি/টাঙাইল প্রতিনিধি/টিআর

You may also like