Home অর্থনীতি কমছে স্বর্ণ ও রুপার দাম

কমছে স্বর্ণ ও রুপার দাম

by Newsroom
কমছে স্বর্ণ ও রুপার দাম

ঢাকা: বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পর স্বর্ণ ও রুপার দাম কিছুটা কমতে শুরু করেছে। গত সপ্তাহে বড় দরপতনের পর চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেও স্বর্ণ ও রুপার দাম কমেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, দফায় দফায় দাম বেড়ে গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম দুই হাজার ৭৪ ডলারে ওঠে রেকর্ড এই দামে ওঠার পর কমতে থাকে স্বর্ণের দাম। গত সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার ৩৪ দশমিক ১০ ডলার কমে প্রতি আউন্স স্বর্ণের দাম দুই হাজার ৩৪ দশমিক ৮০ ডলারে নেমে আসে। এরপর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবারও স্বর্ণের দরপতন হয়। এদিন প্রতি আউন্স স্বর্ণের দাম ছয় ডলার কমে যায়।

আর মঙ্গলবার লেনদেনের শুরুতেই প্রতি আউন্স স্বর্ণের দাম ১০ ডলার কমে গেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই হাজার ১৮ ডলারে। এই দরপতনের ফলে সপ্তাহের ব্যবধানে দশমিক ৪৩ শতাংশ কমে গেছে স্বর্ণের দাম। তবে এখনও দাম কিছুটা বেশিই রয়ে গেছে।

এদিকে বছরের শুরু থেকে হু হু করে দাম বেড়ে প্রতি আউন্স রুপার দাম ২৮ দশমিক ২৬ ডলারে পৌঁছে যায়। এর মাধ্যমে ২০১৩ সালের মার্চের পর প্রতি আউন্স রুপার দাম আবার ২৮ ডলার ছাড়িয়ে যায়। গত সপ্তাহের শেষ কার্যদিবস থেকে রুপার দামেও পতন শুরু হয়।

শুক্রবার বিশ্ববাজারে রুপার ৪ দশমিক ৭৫ শতাংশ দরপতন হয়। দরপতনের এই ধারা চলতি সপ্তাহেও অব্যাহত রয়েছে। মঙ্গলবার লেনদেনের শুরুতে প্রতি আউন্স রুপার দাম দশমিক ১৮ ডলার বা দশমিক ৬৩ শতাংশ কমে গেছে।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে চলতি বছরের শুরু থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে স্বর্ণের দাম। জুলাই মাসের শেষ দিকে দাম আরও বৃদ্ধি পায়। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো দুই হাজার ডলারে পৌঁছায়।

জুলাই মাসের শেষার্ধ্বে এসে রুপার দামও হু হু করে বাড়তে থাকে। এতে ২০১৩ সালের মার্চের পর রুপার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। স্বর্ণের পাশাপাশি রুপার দামে অস্বাভাবিক উত্থান হওয়ায় ৭ বছরের মধ্যে রুপার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়।

ভয়েস টিভি/ নিজস্ব প্রতিবেদক/ টিআর

You may also like