Home চিকিৎসা করোনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

করোনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

by Newsroom
৯৭ লাখ

ঢাকা: দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৯ আগস্ট বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনার নমুনা পরীক্ষার মূল্য ২০০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে। সেই সাথে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করার লক্ষ্যে গত ১৫ জুন অর্থ বিভাগের এক স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে আরটি-পিসিআর পরীক্ষার জন্য ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছিল।

সেই প্রজ্ঞাপনে বলা হয়, আরটি-পিসিআর পরীক্ষার জন্য আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা করতে হবে। ‘চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪’-এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য চিকিৎসা সংক্রান্ত সব সুযোগ-সুবিধা বহাল থাকবে।

এছাড়া মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। হাসপাতালে ভর্তি রোগীদের নমুনা পরীক্ষাতেও খরচ হবে ২০০ টাকা। সরকারি সব হাসপাতালের জন্য এ ফি প্রযোজ্য হবে।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like