Home বিনোদন কমান্ডো চলচ্চিত্রের শুটিংয়ে বাংলাদেশে আসতে পারলেন না দেব, লকডাউনে বোনের হাতে হেয়ার স্টাইল

কমান্ডো চলচ্চিত্রের শুটিংয়ে বাংলাদেশে আসতে পারলেন না দেব, লকডাউনে বোনের হাতে হেয়ার স্টাইল

by Newsroom

আনজাম খালেক: প্রথমবারের মতো কমান্ডো চলচ্চিত্রের শুটিংয়ের জন্য বাংলাদেশে আসবেন হার্টথ্রব অভিনেতা দেব। সব ঠিকঠাক। মিডিয়াপাড়ায় চলছে হৈচৈ। এমন সময় সারা বিশ্বে হঠাৎ করোনাভাইরাসের থাবা। বাংলাদেশে আসা আটকে গেলো দেবের। সেই মার্চ মাস থেকে দেবসহ তার পরিবার পরিজনরা রয়েছেন বাসায়। বাইরে বের হওয়ার উপায় নেই। সাজগোজ তো অনেক পরের কথা। চুল কাটাতেও পারছেন না। তাই খানিকটা বাধ্য হয়েই বোনের হাতে তুলে দিলেন চুল কাটার কেচি। কনফিডেন্স না থাকলেও শেষমেষ ভালোই হেয়ারস্টাইল করে দিলেন তার বোন। লকডাউনেই নতুন লুক পেয়ে গেলেন অভিনেতা দেব।

নিজের ইন্সটাগ্রামে ধাপে ধাপে হেয়ার কাটের চারটি ছবি পোস্ট করেছেন দেব। ক্যাপশনেই স্বীকার করে নিয়েছেন খানিকটা ভয়ে ছিলেন পশ্চিমবঙ্গের এই সাংসদ। তবে শেষ পর্যন্ত বোনের হেয়ার কাট পছন্দ হয়েছে নায়কের।

ঘরবন্দি হয়ে বাড়ি থেকেই নিজ সংসদীয় এলাকা ঘাটালের মানুষের পাশে দাঁড়িয়েছেন দেব। প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা; সবই করেছেন নীরবে। এমন কী লকডাউনে পায়ের ব্যাথাও সারিয়ে নিয়েছেন তিনি।

করোনার কারণে বাংলাদেশের প্রথম ছবি কমান্ডো’র শুটিংয়ের জন্য বাংলাদেশ ও থাইল্যান্ডে যাওয়ার কথা ছিলো এই অভিনেতার। কিন্তু করোনা আতঙ্কে শুটিং বাতিল করেন দেব। এরপর দেশজুড়ে ঘোষণা করা হয়েছে লকডাউন। তাই এই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে।

বাংলাদেশের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা কমান্ডো পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। গত মার্চের ১১ তারিখ কোলকাতায় প্রথম লটের শুটিং হয়। এরপর এপ্রিল-মে’তে বাংলাদেশে দ্বিতীয় লটের শুটিংয়ের কথা ছিলো দেবের। তারপর থাইল্যান্ডের ব্যাংককে শুটিং এর কথা ছিলো তাঁর। কিন্তু করোনার কারণে সব পিছিয়ে গেছে। শাপলা মিডিয়ার কমান্ডো ছবিটির প্রধান সহকারী পরিচালক পূজন মজুমদার জানান, কমান্ডো সিনেমায় দেবের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করছেন জাহারা মিতু। এছাড়া, কোলকাতার নামকরা অভিনয় শিল্পীর পাশাপাশি বাংলাদেশ থেকে মাজনুন মিজান, শিবা সানু, বড়দা মিঠু এবং রতনসহ অনেকে অভিনয় করছে ছবিটিতে। করোনা পরিস্থিতি ঠিক হলেই ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে বলেও জানান তিনি।

এ কারণে পিছিয়ে গেছে তাঁর ছবি টনিক-এর রিলিজও। দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র মুক্তিও স্থগিত হয়েছে। প্রযোজনা সংস্থার পক্ষে জানানো হয়েছিল- ‘বর্তমানে এই কঠিন পরিস্থিতিতে করোনা ভাইরাসের জন্য ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র মুক্তি স্থগিত রাখা হয়েছে। এছাড়া বন্ধ রয়েছে দেব অভিনীত গোলন্দাজ ছবির কাজও।

You may also like