4
ইতালির বাংলাদেশি কমিউনিটি নেতা খাইরুল ইসলাম মোক্তার দেশটির সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ৩০ সেপ্টেম্বর বুধবার রাতে তিনি মারা যান। তিনি ব্রেসিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রেসিয়া উন্মুক্ত ঐক্য জোটের সহ-সভাপতি।
জানা গেছে, মোক্তারের গ্রামের বাড়ি ঝিনাইদহে। কমিউনিটিতে সবার পরিচিত মুখ মোক্তার লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
আরও পড়ুন: ইউরোপের দেশগুলোতে ঢুকতে বসনিয়ার বনে কয়েক শ বাংলাদেশি
ইতালির ব্রেসিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। খাইরুল ইসলাম মোক্তারের মরদেহ মহামারির সময় বাংলাদেশে পাঠানোর জন্য ব্রেসিয়া কমিউনিটি সার্বিকভাবে চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
ভয়েস টিভি/এসএফ