Home সারাদেশ কম খরচে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সাতক্ষীরাবাসী

কম খরচে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সাতক্ষীরাবাসী

by Amir Shohel

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দুই উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় উন্নয়নের সু-বাতাস বইছে সাতক্ষীরায়। তার মধ্যে একটি মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ায় কম খরচে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সাতক্ষীরাবাসী।

আইলা পরবর্তীতে দুর্গত মানুষদের পুনর্বাসনের জন্য ২০১০ সালের ২৩ জুলাই সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলা সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিশ্রুতি দেন সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতাল ও শহরে বাইপাস সড়ক নির্মাণের।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পর ২০১১ সালে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক ৪০ একর জমির উপর ৩০৪ কোটি টাকা ব্যয়ে শুরু করেন মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজ। ২০১৫ সালের ৪ এপ্রিল সাতক্ষীরাবাসীর স্বপ্নের মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। হাসপাতালটিতে শুরু হয় আনুষ্ঠানিক সেবাদান কার্যক্রম।

এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে বিনেরপোতা বিসিক সড়ক মোড় পর্যন্ত ১৭৬ কোটি টাকা ব্যয়ে ১২ দশমিক ৩ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে। ২০১৯ সালের ১৬ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে কমেছে শহরের যানজট।

বর্তমান সরকারের উল্লেখযোগ্য এই দুই প্রকল্পে বদলে যেতে শুরু করেছে সাতক্ষীরার জনজীবন।

ভয়েসটিভি/এএস

You may also like