Home বিশ্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলায় ৪ জঙ্গিসহ নিহত ৯

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলায় ৪ জঙ্গিসহ নিহত ৯

by Newsroom

ভয়েস ডেস্ক: করাচিতে পাকিস্তানি স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে কমপক্ষে চারজন সশস্ত্র বন্দুকধারী হামলা চালিয়েছে। এসময় গোলাগুলিতে পাঁচ জন সাধারণ নাগরিকসহ ৪ জঙ্গিই নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন।

সোমবার সকালে এই হামলা চালানো হয়। গুলির শব্দ শোনা যায় আশপাশের ভবন থেকেও। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এই হামলার খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানায়, জঙ্গিরা প্রথমে স্টক এক্সচেঞ্জের মূল গেটে গ্রেনেড হামলা চালায়। তারপর বিল্ডিং চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

পাকিস্তানি পুলিশ জানিয়েছে, চার জঙ্গির মধ্যে তিন জনকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা কর্মীরা। এক জঙ্গি বিল্ডিংয়ে লুকিয়ে পড়ে। তাকেও গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এরইমধ্যে পুলিশ গোটা এলাকা সিল করে দিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

You may also like