Home বিশ্ব বিশ্ব আজও করোনা জ্বরে কাঁপছে

বিশ্ব আজও করোনা জ্বরে কাঁপছে

by Newsroom
করোনা

বিশ্ব আজও করোনা জ্বরে কাঁপছে। জীবন প্রবাহে নিত্য প্রবাহিত হচ্ছে নতুন অভিজ্ঞতা। দেশ-রাষ্ট্র, সমাজ, সভ্যতা, কৃষ্টি-কালচারে এনেছে নতুন মাত্রা। বেড়েই চলছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব।

করোনার ছোবলে কেউ হারিয়েছেন মা, কেউ সন্তান, কেউবা পিতা, আবার কেউ ভাই-বোনসহ স্বজন হারিয়েছেন এই করোনার ছোবলে। সুস্থ হওয়ার সংখ্যা নেহাত কম না।

সারা বিশ্বে করোনায় শনাক্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৬ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৫৬ হাজার। আর সুস্থতা লাভ করেছেন ২ কোটি ২৩ লাখের উপরে করোনা রোগী।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ১১৬ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৩৯৬ জনে।

অপরদিকে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ১৯৩ জন। এতে করে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ ৯১ হাজার ২৩২ জনে।

আর গত এক দিনে মোট সুস্থতা লাভ করেছেন ৩ লাখ ৮০৯ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা ২ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮০৯ জন।

এ মৃত্যু তালিকায় যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, মেক্সিকোর নাগরিকদের সংখ্যাটা বেশি। তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৬৯ লাখ ২৫ হাজার ৯৪১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৩ হাজার ১৭১ জন।

শনাক্তের তালিকায় ২য় ভারতে গত এক দিনে প্রায় এক লাখ করোনা রোগী পাওয়া গেছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৫ হাজার ৪৭৫ জন। মারা গেছেন ৮৫ হাজার ৬২৫ জন।

মৃত্যুর তালিকায় ২ অবস্থানে থাকা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৪ লাখ ৯৭ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি বেড়ে ১ লাখ ৩৫ হাজার ৮৫৭ জনে ঠেকেছে।

রাশিয়ায় শনাক্তের সংখ্যা ১০ লাখ ৯১ হাজার ১৮৬ জন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ১৯৫ জন মানুষের মৃত্যু হয়েছে।

গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বিশ্বের প্রায় ১১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পরে ভাইরাসটি।

ভয়েস টিভি/টিআর

You may also like