Home খেলার খবর করোনাকে হারিয়ে অনুশীলনে নেইমার

করোনাকে হারিয়ে অনুশীলনে নেইমার

by Newsroom
করোনাকে হারিয়ে

অবশেষে করোনাকে হারিয়ে প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজি’র অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। করোনর ধাক্কা কাটিয়ে এখন প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার অপেক্ষায় ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলারের।

সম্প্রতি পিএসজির বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন। নেইমারও তাদের একজন। তবে করোনা কাটিয়ে ফিরতে পেরে নিজেকে ‘সুপার হ্যাপী’ বলে ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার সামাজিক মাধ্যমে নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি ফরোয়ার্ড। করোনা নেগেটিভ রিপোর্ট পেয়ে উচ্ছ্বসিত নেইমার। নিজের টুইটারে লিখেছেন, আমি অনুশীলন শুরু করেছি, খুব বেশি খুশি আমি।

চলতি মাসের শুরুতেই ছুটি কাটাতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন নেইমার। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের পর ছুটি কাটাতে ইবিজিয়া দ্বীপে গিয়েছিলেন নেইমার ও তার পিএসজি সতীর্থরা।

সেখান থেকে ফেরার পরই করোনা পজেটিভ হিসেবে ধরা পড়ে কয়েকজনের। পিএসজির করোনায় আক্রান্ত ফুটবলারদের মধ্যে আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া, মাউরো ইকার্দি, কেইলর নাভাস, পারেদেসের মতো তারকারাও ছিলেন। এরপর সবাই চলে যান কোয়ারেন্টাইনে।

এদিকে নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন চললেও, তিনি নিশ্চিত করেছেন এই মৌসুমেও থাকছেন পিএসজিতেই। ক্লাবের ইতিহাসে নাম লেখাতে চান বলেও জানিয়েছেন ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়া নেইমার।

ভয়েস টিভি/টিআর

You may also like