Home চিকিৎসা করোনাভাইরাসের উৎস প্রাকৃতিক : ডব্লিউএইচও

করোনাভাইরাসের উৎস প্রাকৃতিক : ডব্লিউএইচও

by Newsroom

ভয়েজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আবারও জানালো, কোভিড-১৯ এর উৎস প্রাকৃতিক। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন সংস্থাটির জরুরি কর্মসূচিবিষয়ক প্রধান মাইকেল রায়ান। বিজ্ঞানীরা ধারণা করছেন, প্রাণঘাতী এই ভাইরাস প্রাণি থেকে মানুষের শরীরে প্রবেশ করেছে। গত বছর চীনের উহানের একটি মাংসের বাজার থেকে তা ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে তা বৈশ্বিক মহামারিতে রূপ নেয়। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার সকাল ১১টা নাগাদ বিশ্বে ৩৩ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৭৭৫ জন। বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৬৫ হাজারের বেশি মানুষের। করোনাভাইরাসে উৎস চীনের উহানের একটি গবেষণাগার বলে দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে চীন। বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাস মানবসৃষ্ট বা জিনগতভাবে পরিবর্তিত হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই মহামারির উৎস আক্রান্ত পশু না চীনা ল্যাবে দুর্ঘটনা, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

You may also like