Home বিনোদন ঈদে মুক্তি পাচ্ছেনা কোনো সিনেমা : করোনায় সব হল বন্ধ

ঈদে মুক্তি পাচ্ছেনা কোনো সিনেমা : করোনায় সব হল বন্ধ

by Newsroom

আনজাম খালেক: করোনা ভাইরাসের কারণে বিশ্ব বিনোদন থমকে গেছে। এর প্রভাব পড়েছে দেশের চলচ্চিত্র শিল্পেও। গত ১৮ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে দেশের প্রেক্ষাগৃহগুলো। দীর্ঘদিন ধরে সঙ্কটময় সময় পার করা ইন্ডাস্ট্রি করোনা মহামারি সংকটে আরও পিছিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। করোনার সংক্রমণ রোধে লকডাউনের কারণে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমপক্ষে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হবে বলেও ধারণা তাদের।

চলচ্চিত্র নির্মাতা শাহীন সুমন বলেন, এরই মধ্যে অর্থ ব্যয় করে শুটিংয়ের প্রস্তুতি নিয়েও শিডিউল পেছাতে হয়েছে অনেক চলচ্চিত্রের। বন্ধ হলগুলোর মধ্যে যেগুলো খোলার সম্ভাবনা ছিল, পিছিয়েছে সেগুলোর তারিখও। সব মিলিয়ে বড় অংকের ক্ষতির মুখে পড়েছে এই শিল্প মাধ্যমটি। তাই অনেকটা সংকটে দিন পার করছে শিল্পী ও কলা কৌশলীরা।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রগুলোও। আটকে গেছে চলচ্চিত্রে বিনিয়োগ করা অর্থের প্রায় ৯০ ভাগ। করোনার আগেই ১০ থেকে ১৫টা ছবি মুক্তির অপেক্ষায় ছিলো। বিক্ষোভ, বিদ্রোহী, মিশন এক্সট্রিম ও শানসহ কয়েকটি বড় বাজেটের চলচ্চিত্র আগামী ঈদুল ফিতরে মুক্তির কথা ছিলো। সব মিলিয়ে চলচ্চিত্রে ক্ষতির পরিমাণ দাঁড়াবে কয়েক হাজার কোটি টাকা।

চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী বলেন, দীর্ঘদিন থেকেই নানা সংকট ও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দেশের চলচ্চিত্র শিল্প। এর উপর করোনা সৃষ্ট পরিস্থিতিতে যেন একেবারেই স্থবির হয়ে পড়েছে এই শিল্প মাধ্যম।

এই মুহুর্তে অন্যদিকে ক্ষতির সম্মুখীন হয়ে বিনিয়োগকারীরা বিনিয়োগ না করলে চলচ্চিত্র শিল্পে আবারও দুর্দিন ফিরে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

You may also like