Home জাতীয় করোনার টিকা নিলেন স্পিকার

করোনার টিকা নিলেন স্পিকার

by Amir Shohel

মহামারি করোনা ভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ১৪ ফেব্রুয়ারি রোববার সংসদ মেডিকেল সেন্টারে তিনি টিকা নেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

টিকা নেয়ার পর স্পিকার বলেন, টিকাটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে টিকা দেওয়া হচ্ছে। সবারেই এ টিকা নেওয়া জরুরি।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ভয়েসটিভি/এএস

You may also like