5
মহামারি করোনা ভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ১৪ ফেব্রুয়ারি রোববার সংসদ মেডিকেল সেন্টারে তিনি টিকা নেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
টিকা নেয়ার পর স্পিকার বলেন, টিকাটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে টিকা দেওয়া হচ্ছে। সবারেই এ টিকা নেওয়া জরুরি।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ভয়েসটিভি/এএস