Home চিকিৎসা নভেম্বরে আসতে পারে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নভেম্বরে আসতে পারে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

by Newsroom
নির্ধারিত

রাশিয়ার উদ্ভাবিত করোনার টিকা আগামী নভেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ পেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

২৮ সেপ্টেম্বর সোমবার সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে বিশ্বে যে কয়েকটি দেশ করোনার টিকা উদ্ভাবন করে তৃতীয় ধাপের ট্রায়াল শেষ করেছে, তাদের মধ্যে রাশিয়ার টিকা এগিয়ে রয়েছে। আগামী নভেম্বরের শেষ দিকে এ টিকা বাজারজাত হতে পারে। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এ টিকা পাওয়ার চেষ্টা করছি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন্ন শীতে এমনিতেই আমাদের সামাজিক অনুষ্ঠান বেশি হয়। তাছাড়া শীতকালে ঠান্ডাজনিত রোগব্যাধিও হয়। এসব দিক মাথায় রেখে আমরা আমাদের কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীও আমাদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আশা করছি, আমরা শীতকালেও করোনা নিয়ন্ত্রণে রাখতে পারবো।

স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের সময়ে কেউ দুর্নীতি করে রেহাই পায়নি। শুধু ড্রাইভার মালেক ও আবজাল না, তাদের মতো আরও দুর্নীতিবাজ রয়েছে। আমরা সবাইকে চিহ্নিত করে ব্যবস্থা নেবো। অনুসন্ধান চলছে।

ভয়েস টিভি/টিআর

You may also like